সাহিদা পারভীনঃ
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ৭ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ লটারীর মাধ্যমে ৭টি ইউনিয়নের ২৭টি পয়েন্টের জন্য নতুন ২৭ জন ডিলার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করেন।
নির্বাচন অনুুষ্ঠানে উপজেলা ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাজমুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী,কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
লটারীর মাধ্যমে রতনদিয়া ইউনিয়নের ৫টি পয়েন্টের মধ্যে রতনদিয়া বাজার হাসপাতাল রোড পয়েন্টে বাবুল হোসেন, স্টেশন বাজার পয়েন্টে হানিফ মন্ডল, রুপসা স্লুইসগেট বাজার পয়েন্টে বাদশা শেখ, মাধবপুর বাজারে পয়েন্টে তৈয়ব আলী খান ও সাভারিয়াপাড়া বাজার পয়েন্টে আয়নাল কবির মিশন ডিলার নির্বাচিত হন।
কালিকাপুর ইউনিয়নের ৩টি পয়েন্টের মধ্যে হরিণবাড়িয়া বাজার পয়েন্টে মুন্নু শেখ, রায়নগর স্লুইসগেট বাজার পয়েন্টে কুদ্দুস মিয়া ও কালিকাপুর বাজার পয়েন্টে মোছাঃ ছালমা খাতুন ডিলার নির্বাচিত হন। মদাপুর ইউনিয়নের ৩টি পয়েন্টের মধ্যে মদাপুর বাজার পয়েন্টে মোঃ মোশারফ বিশ্বাস, গান্ধীমারা বাজারের পশ্চিম পয়েন্টে হাবিবুর রহমান ও গান্ধীমারা বাজারের পূর্ব পয়েন্টে জাহাঙ্গীর হোসেন ডিলার নির্বাচিত হন।
বোয়ালিয়া ইউনিয়নের ৪টি পয়েন্টের মধ্যে বোয়ালিয়া মোড় বাজার পয়েন্টে রুবেল ফেরদৌস, মহিলা কলেজ রোড পয়েন্টে মনিরুজ্জামান খান, পাইকাড়া বাজার পয়েন্টে মোছাঃ শারমিন আক্তার ও বাংলাদেশ হাট বাজার পয়েন্টে আবু তালেব ডিলার নির্বাচিত হন। মৃগী ইউনিয়নের ৪টি পয়েন্টের মধ্যে শিকজান বাজার পয়েন্টে মোঃ আদর আলী শেখ, নিয়ামতপুর বাজার পয়েন্টে মোঃ এহসান আহম্মেদ, বড়কলকলিয়া বাজারের দক্ষিণ পয়েন্টে ওসমান গনি মন্ডল ও উওর পয়েন্টে মোঃ জাহাঙ্গীর আলম রানা ডিলার নির্বাচিত হন।
সাওরাইল ইউনিয়নের ৫টি পয়েন্টের মধ্যে পাতুরিয়া বাজার পয়েন্টে জাকির হোসেন, বি-কয়া বাজার পয়েন্টে মোঃ রহিম উদ্দিন, লাড়িবাড়িয়া বাজার পয়েন্টে সজিব হোসেন, বাহের মোড় বাজার পয়েন্টে মোঃ রফিকুল ইসলাম ও ফুলতলা বাজার পয়েন্টে মোঃ উজ্জ্বল ডিলার নির্বাচিত হন।
মাজবাড়ী ইউনিয়নের ৩টি পয়েন্টের মধ্যে সোনাপুর বাজার পয়েন্টে মোস্তফা শেখ, শমসের মার্কেট বাজার পয়েন্টে রফিকুল ইসলাম ও মোহনপুর বাজার পয়েন্টে মনিরুল ইসলাম ডিলার নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111