মানিক কুমার দাসঃ
নারী নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর রাজেন্দ্র কলেজ (অনার্স শাখা) বাইতুল আমানে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার বেলা বারোটায় রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে দেশব্যাপী নারীদের উপর যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সহ-সভাপতি মোঃ আমানুল্লাহ , মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিম হোসেন সোহাগ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ ফয়সাল নিলয়, সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা পূর্বের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় ৮ বছরের কিশোরীকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারী ও বোনদের সম্ভম রক্ষায় সর্বদা রাজপথে থাকবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
তাই অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দেবার জন্য সরকারের নিকট দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111