রবিউল ইসলাম রুবেলঃ
দেশব্যাপী নারীরা সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও বিভিন্ন মাধ্যমে হেনেস্তার শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে এগারোটায় সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে নারী নিপীড়ন বন্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
এসময় ছাত্র দলের নেতাকর্মীরা বলেন, সারাদেশে নারীদের উপর ধর্ষণ নিপীড়ন ক্রমাগত বেড়েই চলছে। প্রশাসনের গাফিলতির কারণে আমাদের মা, বোন, এমন কি ছোট শিশুও প্রতিনিয়ত ধর্ষণ নিপীড়নের শিকার হচ্ছে। সমাজের সচেতন মহলদের সজাগ থাকতে হবে যেন আর কোন নারী বা শিশু মানুষরুপী অমানুষের নির্যাতনের শিকার না হয়। বক্তরা আরও বলেন, আপনারা জানেন মাগুরা জেলায় ধর্ষণ ও নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার সমস্ত ব্যয়বহুল খরচ দেশ নায়ক তারেক রহমান নিজ হাতে নিয়েছে। আর তিনি ভুক্তভোগী পরিবারদের আশ্বস্ত করেছেন ন্যায় বিচার পাইয়ে দেয়ার।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি বলেন, কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নারী শিশু এমনকি বয়োবৃদ্ধাও ধর্ষণের শিকার হচ্ছে। তবে ভুক্তভোগীরা ধর্ষকের আশানুরূপ সাজা দেখতে না পেয়ে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে ধর্ষণ, গুম, খুন, ও নিপীড়ন জিরো টলারেন্সে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের নবগঠিত কমিটির সভাপতি পাপ্পু বিশ্বাস নাইম, সিনিয়র সহসভাপতি শিহাব শেখ, ছত্রদল নেতা জুয়েল প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫