মানিক কুমার দাসঃ
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: জাহাঙ্গীর হাওলাদার (৫০) কে গ্রেফতার দীর্ঘ ১৫ বছর পলাতক থাকায় পর পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল রবিবার দুপুর আনুমানিক ২:১৫ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪ ও র্যাব-৮ এর সহযোগীতায় পটুয়াখালী জেলার সদর থানাধীন ছোট চৌরাস্তা পানির ট্যাংকির কলাতলা এলাকা হতে একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরিশাল জেলার গৌরনদী থানার মামলা নং-০২, তারিখ-০৪/১২/২০০৩ খ্রিঃ, জিআর-১৪৪/২০০৩, সেশন-১৫০/০৬ এর হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: জাহাঙ্গীর হাওলাদার (৫০), পিতা- মৃত বিশাই হাওলাদার,
সাং- গোবর্ধন, থানা- গৌরনদী, জেলা- বরিশাল'কে দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১৫ বছর যাবত নিজের নাম ও পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111