মোঃ ইনামুল খন্দকারঃ
ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংঙ্গের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল তারাবি নামাজের আগ মুহূর্তে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামের বৃদ্ধা সাত্তার প্রামাণিক কিশোরগ্যাঙ্গের হামলায় নিহত হয়।
ঘটনাস্থলে গেলে বৃদ্ধ সাঁত্তার এর ছেলের বউ রুমি বেগম বলেন- গতকাল তারাবি নামাজের আগ মুহূর্তে আমার শ্বশুরকে এলাকার আলাউদ্দিনের ছেলে সিয়াম, রেজাউলের ছেলে শামীম ও নবুর ছেলে নুরা সহ তাদের সাথে থাকা কয়েকজন কিশোর মিলে মারপিট করলে ঘটনা স্থলেই আমার শ্বশুর মারা যান।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার এই ছেলেরা আমার ছেলের কাছ থেকে দুইশত টাকা জোর করে কেড়ে নেয়, শনিবার ঘটনার সময় আমার শ্বশুর বিষয়টি ঐ ছেলেদের জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার শ্বশুরকে মারপিট করে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, অভিযুক্ত কিশোররা সকলেই কিশোর গ্যাঙ্গের সদস্য এবং মাদকসেবী।
এ ব্যাপারে নিহত'র ছেলে রুবেল বাদী হয়ে মধুখালি থানায় একটি অভিযোগ দিয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি মামলার প্রক্রিয়া চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111