কাজী সাব্বির হোসেন শিমুঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ, পাংশার সহযোগিতায় শনিবার (৮ মার্চ) “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ২৫ জন দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম। অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসার সুমী বিশ্বাস ও চন্দনা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি আলেয়া পারভীন প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ২৫ জন দুস্থ নারীর মাঝে প্রত্যেককে ৫কেজি চাল, ১কেজি মসুর ডাল, ১প্যাকেট সেমাই, ১কেজি চিনি, ১লিটার সয়াবিন তেল ও ১কেজি ছোলা প্রদান করা হয়।
পাংশা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাজিবুল হক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫