মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ শুক্রবার (৭ মার্চ) রাতে পৃথক অভিযান চালিয়ে মাদক জাতীয় ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, রঘুনাথপুর গ্রামের জাকির সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার ও পাংশা রেল লাইনের পাশে বাংলা লিঙ্ক টাওয়ারের অদূরে নারায়নপুর গ্রামের মৃত কেসমত আলীর ছেলে নুরুল ইসলাম। একই সাথে পুলিশ মাদক বিক্রির ৪০ হাজার ২শত টাকা এবং মাদক বিক্রয় কাজে ব্যবহৃত ১৬০ সিসির লাল রঙের ১টি এ্যাপাচি মোটর সাইকেল ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই ওবায়দুর রহমান ও এএসআই রাজু আহমেদসহ সঙ্গীয় পুলিশ নুরুল ইসলামের বসত বাড়ী এবং পাংশা রেলওয়ে স্টেশনের পাশে একটি রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে পৃথক অভিযান চালিয়ে জাহাঙ্গীর সরদার ও নুরুল ইসলামকে উল্লেখিত ট্যাপেন্টাডল ও অন্যান্য জিনিসপত্রসহ আটক করে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।
এ ব্যাপারে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে জাহাঙ্গীর সরদার ও নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111