রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ বিদেশি পিস্তল ক্রয়-বিক্রির সময় ২ যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০), ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে হামিম (২৪)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা 'গ' সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111