মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"অধিকার, সমতা, ক্ষমতায়ন
নারী ও কন্যার উন্নয়ন"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবদিতা নন্দি, সদরপুর গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা রহিমা খাতুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব আলী, গণমাধ্যম কর্মি ও দুই শতাধিক ছাত্রী ও মহিলারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন, অধিকার ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রহিমা খাতুন, আকলিমা বেগম, নবনিতা নন্দী, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোবাহান সৈকত সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা, নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দুরীকরণের মধ্য দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111