আনিসুর রহমানঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ‘বড়াল’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানা ওসি রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মো. জামিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা থাতুন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু ও ‘ক্যাব’ সদস্য এবং নারী নেত্রী লাভলী ইয়াসমিন প্রমুখ।
আলোচনা শেষে ইফতার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111