ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ওসমান মোল্লার ডাঙ্গী গ্রামে তারা মিয়া কাজী (৮০) নামের এক বৃদ্ধ ভাইয়ের হাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার চাচাতো ভাই জসিম উদ্দিন ও তারামিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কিল ঘুশি দিয়ে ধাক্কা দিলে ঘটনা স্থানে সে নিহত হয়।
এ রির্পোট লেখা পর্যন্ত সদরপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশেরসুরাতহাল করে মেডিক্যালপরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুর্বত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫