রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটার (ঢাকা মেট্রো-গ-৩৩-৮৬৮১) জব্দ করা হয়েছে। আজ ৮ মার্চ শনিবার রাতে উপজেলার চনপাড়া ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূ্র্নবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মকবুল মিয়ার ছেলে ইলিয়াছ মিয়া (২৬), কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭), সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১) ও মুল্লুকচাঁন মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ইয়াবা ও গাঁজাসহ চার জনকে গ্রেফতার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ২ শত টাকা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111