গত এক সপ্তাহের মধ্যে করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমেছে আজ। গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৫৪ জন আর এই সময়ে করোনায় মারা গেছে ৬ ব্যক্তি। শনাক্তের হার ৪০.০৪ শতাংশ। যা গত সাত দিনে ৪৫ থেকে ৫৬ শতাংশের মধ্যে শনাক্ত ছিলো।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ এবং উপসর্গ নিয়ে আরো ৪।
তিনি আরো বলেন, এই মৃত্যুর মধ্যে ফরিদপুর জেলায়র চার জন এবং পাশ্ববর্তী জেলার দুই জন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৭৩ জন।
ফরিদপুর সিলিভ সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, ফরিদপুরের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৫ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৫৪। আক্রান্তের হার ৪০.০৪। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬০১ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৯৬৭ জন।
তিনি বলেন, ‘এই দুর্যোগের সময়ে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী করোন প্রতিরোধে কাজ করে যাচ্ছি, যে কারনে গত এক সপ্তাহের মধ্যে তুলনামুল ভাবে আক্রান্ত এবং মৃত্যুর হার কিছুটা কমেছে। আশা করছি দিন যাবে আর করোনার প্রর্ভাব করমতে থাকবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha