ষ্টাফ রিপােটারঃ
রাজধানীর উত্তরা হতে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-১০ এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
চীনা নাগরিক দাকা রাজধানী ঢাকার উত্তরার ১১ নং সেক্টরে বসবাস করেন। গত ০৪ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫.২০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরের ১৪নং রোড এলাকায় চীনা নাগরিক দাকার ব্যবহৃত আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল, নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার ) টাকা যাবতীয় ব্যাংক কার্ডসহ এবং ওয়ালেটসহ মূল্যবান সামগ্রী হারিয়ে য়ায়।
উক্ত ঘটনায় ভিকটিম চীনা নাগরিক দাকা উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার জিডি নং-৩৯১, তারিখ- ০৪/০৩/২০২৫। পরবর্তীতে চীনা নাগরিক দাকার হারিয়ে যাওয়া আইফোন মোবাইল উদ্ধারের লক্ষ্যে উক্ত জিডির কপি সংযুক্ত করে র্যাব-১০ বরাবর একটি হারানো অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগ পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল চীনা নাগরিকের মোবাইলসহ উল্লেখিত মূল্যবান সামগ্রী উদ্ধারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আনুমানিক ৬.৩০ মিনিটে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানীর ডেমরা থানধীন কোনাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানার সাধারন ডায়েরি নং-৩৯১, তারিখ-০৪/০৩/২০২৫ মূলে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল উদ্ধার করে।
উদ্ধারকৃত মোবাইলটি চীনা নাগরিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha