ইস্রাফিল হােসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৬ কোটি ২৫ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি-৪৭। এ সময় ১২ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি বিশেষ টহল দল ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়। তারা খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে তল্লাশি চালায়।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়।
৫ মার্চ বুধবার দুপুর ১টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ১২ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।
৪৭ বিজিবি, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, উদ্ধার এলএসডি ও টিগোল্ডের গয়নার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।
উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha