মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ বুধবার (৫ই মার্চ) দুপুরে মাদক বিরোধী অভিযানে আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি হোটেলের সামনে থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ লোকমান বিশ্বাস (৩৬) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ধৃত মাদক বিক্রেতা লোকমান বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরপুর গ্রামের মো. আতিয়ার বিশ্বাসের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই সাজিদ আহমেদসহ সঙ্গীয় পুলিশ বুধবার দুপুর ১টা ১০ মিনিটের সময় পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ নামক হোটেলের সামনে থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ লোকমান বিশ্বাসকে গ্রেফতার করে।
এ ব্যাপারে এসআই সাজিদ আহমেদ বাদী হয়ে মাদক বিক্রেতা লোকমান বিশ্বাসের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, লোকমান বিশ্বাস একজন মাদক ব্যবসায়ী। পাংশাসহ বিভিন্ন এলাকার মাদক কারবারীদের কাছে সে মাদক বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha