মোঃ আলম মৃধাঃ
নরসিংদীতে টেক্সটাইল শ্রমিক এরশাদ হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই। জুয়ার টাকা সংগ্রহ করতে এরশাদ (২৫) নামে টেক্সটাইল শ্রমিককে হত্যা করে তার দুই সহকর্মী। আজ (৫ মার্চ) বুধবার দুপুরে পিবিআই এর নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।
নিহত এরশাদ ও বিল্লাল মিয়া রনি একই টেক্সটাইলে চাকরি করার কারণে তাদের সাথে বন্ধুত্ব হয়। এরশাদের মোবাইলে থাকা বিকাশের গোপন নম্বরটি কৌশলে নিয়ে নেয় রনি। সুবিধাজনক সময়ে একাধিকবার মোবাইলের বিকাশ থেকে অনলাইনে জুয়ার টাকা জমা দেয় রনি।
গ্রেফতারকৃত আসামিরা হলো, রায়পুরা উপজেলার করইতলা এলাকার রহমান মিয়ার ছেলে বিল্লাল মিয়া (রনি) এবং নারায়নগঞ্জ জেলার বন্ধর থানার লক্ষনখোলা এলাকার মোঃ ইমাম হোসেনের ছেলে ফরহাদ মিয়া। তারা সকলেই এক সময় চৌয়ালাস্ত চিশতিয়া সাইজিং মিলে চাকরি করতো।
এক সময় রনির চাকরি চলে গেলে এই জুয়ার টাকার জন্য রনির অপর বন্ধু ফরহাদের সঙ্গে এরশাদের কাছ থেকে টাকা নেয়ার পরিকল্পনা করে। গত ১১ ফেব্রুয়ারি সন্ধায় কাজে রওয়ানা দিলে রনি ও ফরহাদ মিলে এরশাদের পথরোধ করে তার মোবাইল নেয়ার চেষ্টা করে। মোবাইল দিতে না চাইলে তাকে ছুরি দিয়ে হত্যা করে তার মোবাইল ও সাইকেলটি নিয়ে যায়।
এদিকে এরশাদ সকালে বাড়ি না আসায় তার পরিবারের লোকজন জানতে পারে নাগরিয়াকান্দিতে একটি মরদেহের পড়ে আছে খবর পায়। খবর পেয়ে মরদেহটি এরশাদের চিহ্নিত করে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়।
এই ঘটনায় নিহত এরশাদের ভাই মোঃ শাকিল মিয়া বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নরসিংদীর পিবিআই নিজ উদ্যোগে তদন্ত করে। আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামিদের আদালতে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha