মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবাহ আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় বানা ইউনিয়নের বেলা বানা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি এসব ব্যবসায়ীদের সরকারি ভাবে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় বাজারের মামুনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহুর্তের মধ্যে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস আসার এক ঘন্টা পরে ফায়ার সার্ভিসকর্মী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুনে কিরামত আলী, সিরাজুল ইসলাম ও মামুন মোল্যার মুদি দোকান, আজমির শেখ ও বায়েজিদ শেখের খাবারের দোকান, সোনা মিয়ার প্লাস্টিক সামগ্রীর দোকন ও শরিফুল ইসলামের চায়ের দোকান।
এছাড়াও ইমদাদুল হকে ওষুধের দোকানে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবাসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছে। তাদের প্রতি সপ্তাহে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। তারা সরকারের কাছে সার্বিক সহযোগীতা দাবি করেন।
বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতা করা হবে।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসলাম হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে সেখানে পোঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে ৮টি দোকান পুড়ে যায়।
আগুন লাগার সংবাদ পেয়ে সকালে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারি ভাবে সার্বিক সহযোগীতা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫