মো: বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ককে যানজটমুক্ত রাখতে এক মাসের জন্য, মুকসুদপুর পৌরসভা কর্তৃক ১০জন সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌর প্রশাসক তাসনিম আক্তার এ নিয়োগ দেন।
এ সময় পৌরসভা সদরের সোনালী ব্যাংক মোড়, টেংরাখোলা চৌরঙ্গী মোড়, কমলাপুর ব্রীজ, ডাকবাংলা ও মুকসুদপুর কলেজ মোড়সহ গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলোতে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌর প্রশাসক তাসনিম আক্তার বক্তব্য রাখেন।
তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন নসিবন, অটো, ইজিবাইক ও ট্রাকসহ কোন মালবাহী গাড়ী শহরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম মোস্তফা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াত উদ্দিন আহমেদ, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ আলম, মুকসুদপুর থানা সেকেন্ড অফিসার এস,আই সুকান্ত বাউল, পৌর প্রকৌশলী সদানন্দ রায়সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha