কাজী নূরঃ
যশোর নগর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নবগঠিত নেতৃবৃন্দকে দলের সকল সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলের মধ্যে থেকে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া হবে না। তাই দলের মধ্যে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জায়গা বিএনপিতে হবে না। নগর বিএনপির নবগঠিত নেতৃবৃন্দকে দলের আগামী দিনের সকল কর্মসূচি অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করার আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, নবনির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, নগর যুবদল দলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল বাশার সুজন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শেখ শহিদুল বারী রবু, সাবেক জেলা বিএনপির নেতা অ্যাড. মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সহ সভাপতি কাওছার আহমদ, শাহিনুর হোসেন ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক জহিরুল আলম, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু, সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।