মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের দাঁড়ির পাড় গ্ৰামে আজ ৪ মার্চ ২০২৫ ইং আনুমানিক ৩ টার দিকে আলম মল্লিকের ছেলে সাহিদুল মল্লিক ও ওহিদুল মল্লিকের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে বাড়ির ৭টি ঘর ও বাড়ির সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় পরিবার লোকজন কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরা ও শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে। প্রতিবেশীরা বলেন এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের এই এলাকায় আগে কখনোই ঘটেনি।
পরিবারের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবার। বর্তমানে খোলা আকাশের নিচে পরিবারের সদস্যরা অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111