মোঃ আনিসুর রহমানঃ
‘বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪০ বছরেও নেই ডেন্টাল মেশিন’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ১ মাস পরেই স্থাপন করা হয়েছে নতুন ডেন্টাল মেশিন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিনটি স্থাপন করা হয়।
সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে ৩১ শয্যা নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করে। এরপর ২০২২ সালের আগস্টে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়। তবুও ডেন্টাল মেশিন বরাদ্দ পায়নি এই হাসপাতালটি।
প্রতিষ্ঠার চার দশক পর গত ৩০ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। অতঃপর ১৬ ফেব্রুয়ারিতে একটি ডেন্টাল মেশিন বরাদ্দ পায় এই স্বাস্থ্য কমপ্লেক্স।
গত বৃহস্পতিবার মেশিনটি হাসপাতালের ডেন্টাল ইউনিটে স্থাপন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক। জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।