ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ দুপুরে ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাসের দুর্নীতি, চলমান ড্রেজার থেকে তেল চুরি/বিক্রয়, ঠিকাদারী কাজে অনিয়মের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ এবং তার গুন্ডা বাহিনী দ্বারা ড্রেজারের কর্মচারীদের নানা ভয়ভীতি, নির্যাতন, অপহরণসহ অন্যান্য অভিযোগের প্রতিবাদে এবং নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, ভেড়ামারা উপজেলা শাখা ও ভেড়ামারা ড্রেজার বিভাগের কর্মচারীবৃন্দগণ মিলে সংবাদ সম্মেলন করেন।
আয়োজনকৃত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছালামত হোসেন বলেন, "আমি মোহাঃ ছালামত হোসেন কুষ্টিয়ায় অবস্থিত পদ্মা ড্রেজারের ভারপ্রাপ্ত মাস্টার। আমি গত ২৫ ফেব্রুয়ারী ড্রেজার মাস্টার হিসেবে ভেড়ামারা ড্রেজার অপারেশন বিভাগে যোগদান করার পর থেকে ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস ও কয়েকজন কর্মচারী আমাকে নানা ভাবে হয়রানি করে আসছিলেন।"
তিনি আরও বলেন, "গত শনিবার আমি কুষ্টিয়া থেকে ভেড়ামারায় নিজ বাড়িতে আসার জন্য মজমপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। এমন সময় সিএসডি গড়াই ড্রেজারের কর্মচারী কাফি সহ ৮ থেকে ১০ জন লোক আমাকে অপহরণ করে মোটর সাইকেল যোগে জোরপূর্বকভাবে আলফার মোড় আতর আলী ট্রেডারস এর দোকানে নিয়ে আটক করে। এরপর আমাকে মারধর করে নগদ ৩০ হাজার টাকা, জনতা ব্যাংকের তিনটি ব্লাস্ক চেক, জোরপূর্বক চেকের পাতায় ও ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়।"
"তারপর বিভিন্ন নাম্বার থেকে আমার কাছে ৩ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এমনকি এই ঘটনার কথা কাউকে বললে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরের দিন আমি একজনকে সাথে নিয়ে নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাসের নিকট এই কথাগুলো বলার জন্য কুষ্টিয়ায় তার দপ্তরে যাই, কিন্তু তিনি আমার কোন কথা না শুনে আমাদেরকে অফিস থেকে বের করে দেয়। সে আমাদের উপর রাগারাগি করতে থাকে। ঐদিন বাধ্য হয়ে আমি কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ মামলা দায়ের করি। পরবর্তীতে প্রাণনাশের হুমকির কারণে পুনরায় ভেড়ামার থানায় একটি জিডি এন্ট্রি করি।"
"এই সকল ঘটনার সাথে নির্বাহী প্রকৌশলী সৈকত বিশ্বাস, ড্রেজার কর্মচারী আব্দুল কাফি, ড্রেজার সাব ঠিকাদার সজীব এবং আরও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন জড়িত আছে বলে আমি মনে করি।"
এই অবস্থায় গণমাধ্যমের মাধ্যমে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ও আইনের কাছে উল্লেখিত ব্যক্তিগণের সুষ্ঠু বিচার ও আমার এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু রহমান, সদস্য সচিব রুবেল মাহমুদ লালচান্দ, জাতীয়তাবাদী শ্রমিক দল মিরপুর শাখার আহবায়ক মামুন আহমেদ, সদস্য সচিব মুজাম মালিথা, সাধারণ সম্পাদক মহির উদ্দীন, রোকন উদ্দীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫