ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বালুভর্তি বস্তা চাপা অবস্থায় মো. শিহাব (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকার একটি মাঠে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত শিহাব চর ঘোষপুর গ্রামের রতন শেখের ছেলে। বাবা নিরুদ্দেশ হওয়ার পর থেকে মা তাসলিমা খাতুনের সঙ্গে সরকারি আবাসন প্রকল্প গুচ্ছ গ্রামে থাকত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল শিহাব। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলাইমান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশুর নানা আকাতুল্লাহ প্রামানিক জানান, প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত শিহাব।
গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরে। সে সময় বিছানার নিচ থেকে পাঁচশত টাকা নিয়েছিস কিনা জানতে চাইলে ও স্বীকার করে দুইশত টাকা খরচ হয়ে গেছে। এরপর বাকি তিনশত টাকা নিয়ে শিহাব বের হয়ে আর বাড়িতে ফেরেনি।
সোমবার বাড়ির অদূরে একটি মাঠে স্তুপ করা বালু ভর্তি বস্তার নিচে চাপা অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। মা তাসলিমা খাতুন বলেন,পাশেই আমার বাবার বাড়ি। বেশিরভাগ সময় সেখানেই থাকতো। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর আমরা ভেবেছিলাম ও খালা কিংবা ফুফুর বাড়িতে গেছে। একদিন পার হয়ে গেলেও না ফিরলে সব জায়গায় খুঁজেও শিহাবকে পাওয়া যাচ্ছিল না।
এ সময় বিলাপ করতে করতে তিনি বলেন, ওর বাপ আমাদের ছেড়ে নিরুদ্দেশ হওয়ার পর অনেক কষ্টে ছেলেকে নিয়ে গুচ্ছ গ্রামে বাস করি। স্থানীয় একটি ইটভাটায় রান্না করে যা পাই তাই দিয়ে কোন রকম সংসার চলে। এখন আমি কাকে নিয়ে থাকবো।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha