মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে একটি মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামালদিয়া ইউনিয়নের ছেনখালি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম এনামুল হক (২৮)। তিনি মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের নজর আলী শেখের সন্তান। অপর আহত আরোহী কাইয়ুম মোল্যা (৩৫), একই জেলার কচুয়া গ্রামের আকবর মোল্যার ছেলে।
জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের কামালদিয় ইউনিয়নের ছেনখালি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ফরিদপুর চিনিকলের আখ সরবরাহ করার ট্রলি-র পেছনে মাগুড়া থেকে ফরিদপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের এস আই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha