আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশকাল : মার্চ ৩, ২০২৫, ১২:১৩ এ.এম
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মানিক কুমার দাসঃ
ফরিদপুরের ভাঙ্গা থানার চুমুরদি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ওদূদ ফকির(২৫ ) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় অপর ব্যক্তি রিয়াজুল ফকির আহত হয়েছেন।
জানা গেছে গতকাল রবিবার রাত আটটার দিকে ভাঙ্গা থানাধীন চুমুরদি ইউনিয়নের পাবনাতলা বাসস্ট্যান্ড নামক স্থানে উক্ত দুর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আরো জানা যায় মাদারীপুর জেলা টেকের হাট হতে আশা মোটরসাইকেল আরোহী মোঃ ওদুদ ফকির (২৫), পিতা- লোকমান ফকির, গ্রাম পশ্চিম রাজৈর থানা রাজৈর জেলা মাদারীপুর; ও রিয়াজুল ফকির (২৪) পিতা-অজ্ঞত গ্রাম-পশ্চিম রাজৈর, থানা রাজৈর, জেলা- মাদারীপুর; ভাঙ্গার উদ্দেশ্যে আসলে ভাঙ্গা থানাধীন চুমুরদি ইউনিয়নের বাবনা তলা বাসস্ট্যান্ডে অজ্ঞাত নামা যাত্রীবাহী বাস গাড়ি সজোরে ধাক্কা মারলে ছিটকে পড়ে এ সময় ওদুদ ফকির ঘটনাস্থলে নিহত হন।
গুরুতর জখম অবস্থায় রিয়াজুল ফকিরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন।
ভাংগা হাইওয়ে থানা পুলিশ মোটরসাইকেল টি জব্দ করে নিজ হেফাজতে নিয়েছেন। নিহত লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha