মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ছড়াকার এনায়েত হোসেনের ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার কেক কাটা,ছড়া, কবিতা পাঠ,ও আলোচনা সভার মধ্যে দিয়ে ফরিদপুরে পালাবদলের ছড়াকার এনায়েত হোসেনের ৮০ তম জন্মবার্ষিকী পালন করা হয়।
ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শাহাদাত হোসেন তিতুর সভাপতিত্বে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন অধ্যাপক আলতাফ হোসেন, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, নাট্যকার নিদের্শক ম, আহমেদ নিজাম, নাট্যকার ও নিদর্শক গোবিন্দ বাগচি মৃন্ময়, আব্দুস সালাম, মাহফুজ খান বাদল, সিদ্ধার্থ শংকর ধর, বিজয় পোদ্দার, হারুনুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজা প্রমূখ।
অনুষ্ঠানে পদ্মা পার লোকসংস্কৃতি ও এনায়েত হোসেন স্মৃতি সংসদের সদস্যরা ও স্থানীয় কবি সাহিত্যিক গন উপস্থিত ছিলেন। পরে এনায়েত হোসেনের দুই নাতনি ও প্রধান অতিথি অতিথি সহ অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে করে,ছড়াকার এনায়েত হোসেনের ৮০ তম জন্মবার্ষিকীর কেক কাটেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha