বাদশাহ মিয়াঃ
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায়, গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভোটার দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, উপজেলা বিজয় সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ জুয়েল আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, মুকসুদপুর পল্লী বিদুৎ এর ডিজিএম তুষার আহমেদ, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার নাজনীন নাহার, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা লায়লা রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভার পূর্বে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।