ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার বিকেলে ফাঁকা রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূ। এ সময় ছিনতাইকারীরা গৃহবধূর হাতব্যাগে থাকা তাঁর মায়ের ক্যান্সারের চিকিৎসার টাকাসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই গৃহবধূ কোনো উপায় না পেয়ে বাবার বাড়িতে ফোন দিয়ে ঘটনার বিবরণ জানান। বাবার বাড়ির লোকজন এদিক-ওদিক মোবাইল ফোনে বিষয়টি জানালে কিছুক্ষণ পরেই জনতার হাতে আটক হয় তিন ছিনতাইকারী।
শনিবার দিবাগত রাতেই এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের রবিবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে সাড়ে ৪টায় সাতৈর-গোহাইলবাড়ী সড়কে মোটরসাইকেল আরোহী তিন যুবক চরদৈতরকাঠি গ্রামের ইউপি সদস্য নান্নু মোল্যার বাড়িসংলগ্ন গৃহবধূ মোসা. সাবিনা ইয়াসমিনের গতিরোধ করে। এ সময় যুবকেরা ভ্যানের ওপর থাকা গৃহবধূর হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকার মো. মোতাহার বিশ্বাসের ছেলে মো. রাকিব বিশ্বাস (২১), জিয়াউর রহমানের ছেলে জিহাদ শেখ (২০) ও মো. মতিয়ার শেখের ছেলে মো. আলামিনকে (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম বলেন, আটক তিন যুবককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ছিনতাই হওয়া নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করে মামলার বাদীর জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরুল আলম বলেন, আটক তিন ছিনতাইকারীকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha