রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে কলেজ শিক্ষকের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর কলেজ মোড় এলাকায় আবুল কাশেমের ছেলে ও গোপালপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কায়সার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শিক্ষক কায়সার আহমেদ সময়ের প্রত্যাশাকে জানান, রাতে এশা নামাজের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বেড়িয়ে মসজিদে যান। তখন বাড়িতে আমার ছোট মেয়ে এবং স্ত্রী ছিলেন।
এ সময় রাত ৯ টার দিকে একজন ছিনতাইকারী বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে আমার স্ত্রীর গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের মালা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীকে তারা চিনতে না পারলেও তাকে দেখে নেশাখোর বলে মনে হয়েছে তাদের কাছে। এই ঘটনায় স্থানীয়দের সাথে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন।
এছাড়া এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha