হানিফ উদ্দিন সাকিবঃ
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ায় মরহুম হাজী শাহে আলাম তালুক মেম্বার স্মৃতি মিনি নাইট রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় খাদিজা ফুটবল একাড়েমি বনাম কমলার দিঘি ফুটবল একাডেমি এই দুটি দল মোকাবেলা করে।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে কমলার দিঘি ফুটবল একাডেমি দলকে পরাজিত করে খাদিজা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে জাঁকজমকপূর্ণ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বি.এন পির সাবেক সেক্রেটারি ও বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি মিয়ার সুযোগ্য সন্তান রায়হান ফেরদৌস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুডিরচর ৩ নং ওয়ার্ড় বিএনপির সভাপতি আলা উদ্দিন, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো: আব্দুল রহিম, খেলা আয়োজক কমিটির পরিচালক ইয়াছিন আরাফাত আজাদ, সাবেক সেনা কর্মকর্তা হায়দার, মো: আজিমসহ প্রমুখ।
প্রধান অতিথি রায়হান ফেরদৌস বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আমি এ সুন্দর খেলার আয়োজনকারী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha