সাইফুল ইসলামঃ
দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ জামায়েতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বাংলাদেশ জামায়েত ইসলামী এর আয়োজনে মিছিল বের করা হয়। মিছিল টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়েতের নাটোর জেলা শাখার আমীর ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়েতের সেক্রেটারি সাদেকুর রহমান, জেলা জামায়েতের শহর সেক্রেটারি আতিকুর রহমান রাসেল সহ জামায়েতের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন বাজারে এখনো দ্রব্য মূল্যর দাম বেশী গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালীণ সররকারের কাছে রময়ানে দ্রব্যমূল্যর দাম স্থিতিশিল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমযান মাসে যেন দিনের বেলা কোন হোটেল রেস্তোরা না খোলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে বলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫