সাদ্দাম উদ্দিন রাজঃ
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নরসিংদীতে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জুমআ ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদ মোড় থেকে নরসিংদী শহর জামায়াতের আমীর আজিজুর রহমান এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেনের নেতৃত্বে শুরু হয়। পরে মিছিলটি ব্রাহ্মন্দী মোড় থেকে শুরু হয়ে শিক্ষাচত্বর, বুয়াকুড় মোড় ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে।
মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মকবুল হোসেন সরকারের কাছে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান জানায়। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি করেন। রমজান শুরুর পূর্বে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিনীত অনুরোধ করেন। রমজানের এই পবিত্রতার মাধ্যমে দেশ থেকে সকল জুলুম, নির্যাতন ও অনিষ্টতা বন্ধ করার আহবান করেন এই নেতা।
তিনি আরো বলেন, কারাবন্দী এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন।
শান্তিপূর্ণ মিছিলের সভাপতি আজিজুর রহমান তার বক্তব্যে বলেন নরসিংদী শহরে দলমত, ধর্ম বর্ণ মিলে সম্প্রীতির বন্ধন রয়েছে যুগের পর যুগ। জামায়াতে ইসলামী নরসিংদী শহর এ বন্ধন অটুট রাখতে দৃঢ়সংকল্প । সবার মৌলিক অধিকার রক্ষায় আমরা নিবেদিত হয়ে সকল কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। আমরা সাম্য ও শান্তির বাংলাদেশ গঠন করতে সবার সহযোগিতা চাই।
মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, সাবেক শহর আমীর মুক্তিযুদ্ধা জহিরুল ইসলাম মানিক মিয়া, শহর সেক্রেটারি আবুল বাশার খান, সদর থানা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, শাহাদাত হোসেন, মহিউদ্দিন মুুক্তার, জয়নাল আবেদীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha