মানিক কুমার দাসঃ
“ডায়াবেটিস: ঝুঁকি জানুন। সনাক্ত করুন। পদক্ষেপ নিন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস (স্বাস্থ্য সেবার ৬৯ বছর) “ডায়াবেটিক সচেতনতা দিবস” পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০ টায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের ৩য় তলায় লেকচার হল-১ এ ফরিদপুর ডায়াবেটিক সমিতি (ফডাস)-এর সদস্য সচিব শেখ আবদুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রশিদ, যুগ্ম-সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আলোচনার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ডিএফ-১৫ ব্যাচের ছাত্র আবুল হাসান আলী, গীতা পাঠ করেন ডিএফ-১৩ ব্যাচের ছাত্রী সারদীয়া দত্ত, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সানজানা আহমেদ সিনথি, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খলিফা মাহমুদ ওয়ালিদ।
আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, লষ্কর আবু সাঈদ, মোঃ ইরফান আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুস সাত্তার জোদ্দার, মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর মোঃ মতিয়ার রহমান, মোল্লা আইয়ূব আলী, মিসেস শিরিন আক্তার, মোঃ দেলোয়ার হোসেন, জে.এম. শীল, মোঃ আলমগীর ভ’ইয়া, মফিজ ইমাম মিলন, অধ্যাপক এম.এ. সামাদ, প্রফেসর শেখ আবদুস সামাদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির এডহক কার্যনির্বাহী সদস্য বাবু চিত্ত রঞ্জন ঘোষ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির পৃষ্ঠপোষক সদস্য, ডোনার সদস্য, আজীবন সদস্যগণ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha