মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় উপস্থিতি সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামী নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস মোল্লা বলেন, জামায়াতে ইসলামী দলের লোকজন সমাজে দুর্নীতি ও চাঁদাবাজি করে না। এরা স্বজনপ্রীতি করে না। সমাজের অন্যায় অবিচার রোধে এরা সর্বক্ষণ সক্রিয় থাকে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান অধ্যাপক ইলিয়াস মোল্লা।
তিনি আরও বলেন, আমরা সৎ যোগ্য লোক তৈরী করে একটি মানবিক রাষ্ট্র ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা গড়তে চাই।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা জামায়াতে ইসলামী পৌর আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী এস,এম হাফিজুর রহমান, পৌর সেক্রেটারী মিকাইল আহম্মেদ কোবাদ, উপজেলা জামায়াতে অফিস সম্পাদক মাওলানা আবুল হাসান, শ্রমিক ইউনিয়ন সভাপতি জিয়াউল হাসান ও বুড়াইচ ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।