মোঃ সাইফুল ইসলামঃ
নাটোরের সিংড়ায় ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার বিজয়নগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক ঐ গ্রামের আবু হানিফের পুত্র এবং পিপুলশন কওমী মাদ্রাসার ছাত্র।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বিজয়নগর গ্রামের ভুক্তভোগী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবু বক্কর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন বলেন, ১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যাওয়ায় মাদ্রাসায় কেউ ছিলো না। এই সুযোগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করলে বুধবার রাতে পুলিশ আসামীকে গ্রেপ্তার করে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫