মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ব্যাটারী চালিত রিকশা ভ্যান ক্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংগঠনের আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক হাসানুজ্জামান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য কমরেড শহিদুল ইসলাম, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের আজাদ, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শহিদুল ইসলাম সদস্য মোহাম্মদ মোতালেব, রেজাউল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন রিকশা ভ্যান শ্রমিকরা যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। তাদের সন্তানরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ পায় সেটা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন দেশের উন্নয়নে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম । অথচ শ্রমিকরা আজ পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে । তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। যখন যে দল ক্ষমতায় থাকে তখন তারা শ্রমিকদের ইচ্ছা মত ব্যবহার করেছে । বক্তারা বিগত সরকারের সমালোচনা করেন। তারাও গরিব মানুষদের দেখেনি ।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। শ্রমিকদের কোনো স্বার্থ দেখেনি। বক্তারা বলেন আপনারা আপনাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ কোন অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। এই সংগঠন যাতে এগিয়ে যায় সে লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha