রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল (নবেসুমি) জোনে অভিযান চালিয়ে আখ মাড়াইকল জব্দ করেছে প্রশাসন। এ সময় দুইজনকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের ভ্রাম্যমান আদালত।
অভিযানে মাড়াইকল জব্দ করার পাশাপাশি মাজদিয়া গোপালপুর গ্রামের নাহার মন্ডলের ছেলে মুকুল আলীকে ও হাবিবুর রহমানের ছেলে বিপ্লবকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সনের ৬ এর (১) ধারা অনুযায়ী ৮টি যন্ত্রচালিত আখ মাড়াই কল ও দুইজনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের সহাতায় আমরা মিল এলাকায় আখ মাড়াই বন্ধ রাখতে সক্ষম হয়েছি। এ বছর মিল এলাকায় এ পর্যন্ত ২০টি অবৈধ মাড়াই কল জব্দ করা হয়েছে। আশা করি আগামী কর্ম দিবসগুলোতে সুষ্ঠুভাবে মাড়াই অব্যাহত রাখতে পারবো। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সদর দপ্তরের প্রতিনিধি হাসান সোহেল শাহরিয়ার। এ সময় ঈশ্বরদী থানা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha