রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আটকিয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার বিকেলে এ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
জানা যায়, ২৬ ফেব্রুয়ারী বুধবার বিকেলে বোয়ালমারী পৌরসভার শিবপুর হেলিপোর্ট এলাকায় দিনের বেলা নাফিজ ও তারিকুল নামে দুই যুবকের গলায় ছুরি ঠেকিয়ে টাকা ও দুটি মোটরসাইকেল, মোবাইল ছিনতাই করে নেয় কাকনসহ ৪-৫ জন দূর্বৃত্ত। অভিযুক্ত কাকন মিয়া বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে।
এ ঘটনায় সোহান বিশ্বাস একজন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নাফিস বিশ্বাস সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের বাসিন্দা। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বির সহযোগীতা ২৬ ফেব্রুয়ারি কাকনের নিকট থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেন। তবে আরেকটি মোটরসাইকেল ফেরত দেননি। ওই মোটরসাইকেল ফেরত নিতে হলে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে।
ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি বলেন, আমাদের বিএনপি নেতা বাবু মেম্বরের ছেলের গাড়ি কাকন নামে একটি ছেলে নিয়ে যায়। পরে পৌরসভার চিতাঘাটা এলাকা থেকে কাকনের কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে দেয়া হয়৷ তবে আরেকটি মোটরসাইকেল ফেরত আনতে আধা ঘণ্টা সময় নেয়। এর পর থেকে কাকনকে আর পাওয়া যায়নি। সে পালাতক রয়েছে।
সোহান বিশ্বাস বলেন, এ ঘটনার দুদিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ কোন কাজ করছেনা। সেজন্য ভুক্তভোগীর পক্ষে কাদিরদী বাসী সড়ক অবরোধ করে বোয়ালমারী থেকে আসা যান আটকিয়ে প্রতিবাদ করেন। সেই সাথে চাঁদাবাজ কাকন মিয়াকে অবিলম্বে গ্রেফতার করে তাদের মোটরসাইকেল উদ্ধারের দাবী জানান। বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখেছিল বলে জানান।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ছাত্রদল নেতা বায়েজিদ খান রাব্বির সহযোগীতায় ভুক্তভোগীদের একটি মোটরসাইকেল ফেরত দেয়া হয়েছে। বাকি অপর মোটরসাইকেল উদ্ধার ও আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশ এমন ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha