ইসমাইল হোসেন বাবুঃ
উপজেলা প্রশাসনের কাজে উদাসীনতা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টাকারী হিসেবে অভিহিত করে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার দ্রুত ক্ষমতা হস্তাস্তরের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনের ফটকে মিরপুরের সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় জাহার আলী, রফিকুল ইসলাম রফিক, লিমু, ফরিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে ইউএনওর ক্ষমতা হস্তান্তরের দাবি জানায়। অন্যথায় আগামী রবিবার আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়।
উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন।
আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।
আদেশে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের পদায়নের পর তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হলো।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে বদলি না হয়ে স্বপদে বহাল থাকায় তার বিরুদ্ধে য়মানববন্ধন ও ঝাড়ু মিছিল করে স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha