প্রদীপ্ত চক্রবর্তীঃ
সনাতনী বিশ্বের পূর্ণ্য তীর্থ স্থান বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ । প্রায় ৫০০ বছর আগে ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথ ধাম ঘিরে শুরু হয় শিব চতুর্দশী মেলা । প্রতি বছর এ মেলায় যোগ দেন নেপাল ,ভারত , শ্রীলংকা সহ বিভিন্ন দেশের পুন্যার্থীরা। এবারও ১০ লাখের বেশি তীর্থ যাত্রীর সমাগম হবে বলে আশা মেলা কমিটির ।
সীতাকুণ্ড স্রাইন কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন দাস দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন ২৬, ২৭, ২৮ ফেব্রুয়ারি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী তিথি উপলক্ষে যাত্রীদের মহা মিলন মেলা হবে । এই মিলন মেলা আগামী ১৫ দিন পর্যন্ত চলবে । দোল পূর্ণিমা অনুষ্ঠানের পর এবারের তীর্থ ও মেলা শেষ হবে । মেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকার কথা রয়েছে।
তীর্থ দর্শন উপলক্ষে তীর্থস্থানের নিরাপত্তার জন্য বর্তমানে থাকা সিসি ক্যামেরার পাশাপাশি আরও অন্তত শতাধিক সিসিটিভি ক্যামেরা, অস্থায়ী শৌচাগার , চলার পথ সুগম করা এবং অবাঞ্ছিত মানুষের নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মেলায় আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনায় প্রায় ৬০০ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী , আনসার বাহিনীর সাথে স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha