কাজী নূরঃ
যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্যানার, ফেস্টুন ও বেলুন উড়িয়ে এ দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। কালেক্টরেট চত্বরে দিবসটির শুভ উদ্বোধন ঘোষনা করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন যশোরে স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা এস এম শাহিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, এনডিসি মাহির দেওয়ান আমিনসহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনস্থ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালী কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। পরে দিবসটি স্মরণে কালেক্টরেট অমিত্রাক্ষর সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক (ডিডিএলজি) ও যশোর পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন স্তরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha