ওবায়দুল হক মানিকঃ
আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত রাস্ট্রদূত তারেক আহমদ বলেছেন, প্রবাসে নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করে সবাই একসাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি দেশের উন্নয়নে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি করতে সকলকে বৈধভাবে দেশে অর্থ প্রেরণ করতে আহবান জানান।তিনি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি (বিডিইডব্লিউএস), আবুধাবী আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত রবিবার (২৩শে ফেব্রুয়ারি ২০২৫) আবুধাবির পিকনিক স্পট ফাইভে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে এ পিকনিক। দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল - আলোচনা, নতুন কমিটি গঠন, আলোচনা, খানা পিনা, শিশুদের গেমস ও কুইজ প্রতিযোগিতা, বড়দের ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান সোহেলের সভাপতিত্বে, সেক্রেটারী ইঞ্জিনিয়ার সাইফুন নাহার জলির সঞ্চালনায় ও আহবায়ক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে পিকনিকের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস তারেক আহমদ, দূতাবাসের ডিসিএম মিসেস শাহনাজ পারভীন রানু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন BDEWS কেন্দ্রীয় কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার আশিষ বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসাইন, বিডিউস দুবাই এর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ইকবাল, আল আইন বিডিউসের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার উত্তম কুমার হাওলাদার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ, ইনডেক্স এক্সচঞ্জের সিইও আবদুস সালাম, আহলিয়া এক্সচের মার্কেটিং অফিসার মিসেস সাহিনুর সহ অন্যান্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha