ওবায়দুল হক মানিকঃ
জমকালো আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই সমিতির অভিষেক সম্পন্ন। জমকালো আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর অভিষেক সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অরাজনৈতিক ও মানবিক সংগঠন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর ২০২৫-২৭ কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে জাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমিরাতের আজমান প্রদেশের আল হেলিও এলাকার আল শামসি ফার্ম হাউজে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রবাসী মীরসরাইবাসীসহ প্রায় দেড় হাজার প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ছালাহ উদ্দিন হেলাল এবং সাইফুল ইসলাম (সাইফ) এর সঞ্চালনায় আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল আনোয়ারকে সভাপতি এবং সাইফুল ইসলাম (সাইফ) কে সাধারণ সম্পাদক, নুর উদ্দিন আসিফ'কে সাংগঠনিক সম্পাদক করে ১৯৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি সাইফুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে ৬ সদস্যবিশিষ্ট পৃষ্ঠপোষক কমিটি নির্বাচিত করা হয়। অন্যদিকে প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারউল্লাহ মিয়াকে প্রধান উপদেষ্টা করে ২২ জনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল আলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপদেষ্টা জি এস গিয়াস, এম মোরশেদ, মোঃ সাঈদ, আব্দুল কাইয়ুম, পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম সহ আরও অনেক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha