মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ
গোপালগঞ্জে অনুমোদিত বাটখারা তদারকির নামে উৎকোচ চাওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তা-কর্মচারীদের ওপর স্বর্ণ ব্যবসায়ীরা হামলা চালিয়ে মারপিট করেছে। এঘটনায় পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. হাসিবুর রহমান সহ চার জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ফেব্রুয়ারি) দুপুর পরবর্তী সময়ে স্বর্ণপোট্রিতে এ হামলার ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ধ্রুব লাল বসু সহ কোন ব্যবসায়ীই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী সময়ের প্রত্যাশাকে বলেন, গত দুই মাস আগে আমাদের জুয়েলারি সমিতির নেতাদের মাধ্যমে বিএসটিআই অনুমোদিত ডিজিটাল বাটকারা (নিক্তি) ফি বাবদ ৪৪৫ টাকা করে আদায় করে নিয়ে যায় কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় আমাদের বাটকারা (নিক্তি) প্রতি একটি নম্বর যুক্ত টোকেনও দেয়। গতকাল আবার ওই কর্মকর্তারা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তদারকি শেষে সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান হুসাইনের কাছে থোক উৎকোচ দাবি করেন। এ সময় উৎকোচের পরিমাণ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের কিল ঘুষি ও লাথি মারে। পরে ওইদিন সন্ধ্যায় জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসান হুসাইন আমাদের সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করতে গেলে থানা পুলিশ তাকে আটকে রাখে।
তবে ব্যবসায়ীদের এ সকল অভিযোগ অস্বীকার করে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বিএসটিআই এর উপপরিচালক মো. আশরাফুল আলম। তিনি সময়ের প্রত্যাশাকে বলেন, গতকাল সোমবার (২৪ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সোনাপট্টিতে নিয়মিত তদারকিতে যায় আমাদের বিএসটিআই-এর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সোনার দোকানদারদের বিএসটিআইয়ের অনুমোদিত বাটখারা ব্যবহার করার কথা বলেন তারা। এক পর্যায়ে সোনার দোকানিরা ক্ষিপ্ত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। এতে আমাদের ৪জন কর্মকর্তা- কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, বিএসটিআই কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় বেশকয়েকজন স্বর্ণের দোকানির নামে মামলা হয়েছে। এর মধ্যে হুসাইন জুয়েলার্সের মালিক এহসান হুসাইন কে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha