ইসমাইল হােসেন বাবুঃ
দৈনিক খবরওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেনের উপর হামলাকারী আরিফুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের একটি দােকান থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র ও তার দাদীর মৃত্যুর ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক খবরওয়ালার পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেন।
যার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কুষ্টিয়া পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০/১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখম করে।
এ সময় ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এরপর বাংলা টিভির ক্যামেরা পার্সন আলিম সহ অনান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে।
ঘটনার পর ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করেন। এছাড়া এই ফটো সাংবাদিক ইমরান হোসেনের উপর বর্বর হামলার প্রতিবাদে সাংবাদিকরা গত ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha