হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আমেরিকা প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতরা ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। প্রবাসীর ভাই সোহেল রানা এ ঘটনায় হাতিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৮ ভরি ওজনের নেইকলেস, ২ ভরি ওজনের কানের ফুল, গলার চেইন ২ ভরি, ব্রেসলেট ২ ভরি, হাতের আঙটি ১৫টি ৭ ভরি সহ একটি মোবাইল ফোন নিয়ে যায়।
প্রবাসী মো. রাসেল উদ্দিন একই এলাকার মৃত মোছলেহ উদ্দিনের ছেলে। সে হাতিয়া উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কার্যক্রমে জড়িত আছেন।
স্থানীয়রা জানান, আমেরিকা প্রবাসী মো. রাসেলের বাড়ীতে সোমবার গভীর রাতে ঘরের জানালার গ্রীল ভেঙে অজ্ঞাতনামা কয়েকজন লোক ঘরে ঢুকে। এ সময় তারা ঘুমন্ত বাড়ীর মালিককে রুমের বাইরে দিয়ে আটকে দেয়। পরে তারা অন্য রুমের আলমারী ভেঙে স্বর্ণালঙ্কার গুলো নিয়ে যায়। বাড়ীর মালিকের মা আলমারীর ভাঙার শব্দে ঘুম ভাঙলে দেখেন কয়েকজন লোক দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদেরকে রুম থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. খোরশেদ আলম সময়ের প্রত্যাশাকে জানান, প্রবাসীর ভাই লুট হওয়া স্বর্ণালঙ্কারের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha