মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্কাউটস্’র উদ্যোগে শনিবার (২২শে ফেব্রুয়ারি) স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বি.পি. দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
জানা যায়, শনিবার সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বাদ্যযন্ত্র ও ব্যানার সহকারে র্যালী বের করা হয়। র্যালীটি পাংশা শহরের প্রধান সড়ক হয়ে মালেক প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়।
পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা স্কাউটস্’র কমিশনার ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, পাংশা উপজেলা স্কাউটস্’র সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, পাংশা উপজেলা স্কাউটস্’র কোষাধ্যক্ষ ও কবি নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাকির হোসেন, স্কাউটস্ সদস্য ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন, চর হরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, কাজী আব্দুল মাজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপ জান নেছা, কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মো. ফিরোজ হোসেন, কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম মিন্টু, পাংশা শাহজুঁই (র.) কামিল মাদরাসার সহকারী শিক্ষক মো. বশির উদ্দিন, পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অগ্রদূত চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর স্কাউটস্ শিক্ষার্থীরা র্যালীতে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha