সোলায়মানঃ
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে সফল করতে হাজারো নেতাকর্মী নিয়ে গণসংবর্ধনায় যোগদান করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে গণসংবর্ধনায় যোগ দেয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা সংবর্ধনার প্রতি তাদের ভালোবাসা ও সম্মান প্রকাশ করেন।
গণসংবর্ধনায় অংশ নিয়ে রবিউল আউয়াল লাভলু বলেন, "অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু শুধু টাঙ্গাইল নয়, পুরো দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। তার আগমন আমাদের জন্য গর্বের বিষয়। এই সংবর্ধনার মাধ্যমে আমরা আমাদের ঐক্য ও শক্তির পরিচয় দিচ্ছি।"
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "এই সংবর্ধনা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দলীয় সংহতির প্রতিচ্ছবি। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে আরও বড় অর্জন সম্ভব।"
মিছিলে আরো উপস্থিত ছিলেন, মোঃ রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি, মোঃ ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি, আরিফুল ইসলাম নবা, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর উপজেলা শাখা, নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, যুবদল নাগরপুর উপজেলা শাখা, নুরুজ্জামান রানা, সাবেক জিএস ও যুগ্ন আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাগরপুর উপজেলা শাখা, গোলাম মওলা মোস্তফা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর শাখা, আলতাব হোসেন, সহ-সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিকদল নাগরপুর উপজেলা শাখা, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর শাখা, মোহাম্মদ সামসুল হোসেন, সদস্য জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রবৃন্দরা।
গণসংবর্ধনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর প্রতি সম্মান জানাতে এটি বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ প্রমাণ করে, তিনি এখনো দলের জন্য অনুপ্রেরণার উৎস।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনার মূল আয়োজন সফল করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দলীয় নেতারা সার্বক্ষণিক তদারকি করেন। এই গণসংবর্ধনার মাধ্যমে টাঙ্গাইল বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha