এস.এম রবিউল ইসলাম রুবেলঃ
"বিগত সাড়ে পনেরো বছর জামায়াতের নিরীহ নেতাকর্মীদের যে আইন দেখিয়ে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। তিনি দেশে আসলে তাকে ওই আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশের সম্পদ আটলান্টিক মহাসাগরের নিয়ে লুটেপুটে খেয়ে দেশকে শূন্যে পরিনিত করে পালিয়েছে। সে ভারতের দাসত্ব করতো। দেশের প্রতি তাঁর বিন্দু মাত্র ভালোবাসা ছিল না"।
এ সময় আযাদ বলেন, দেশের সংবিধান সংস্কার করে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবী ফ্যাসিস্টের বানানো সকল বিষয়াদি সংস্কার করা হোক। তা-না হলে দেশে আবার ফ্যাসিস্ট এসে হাজির হবে।
এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই তাকে গুম করে আয়না ঘরে বন্দী রাখা হত। জেল জুলুমে তাকে অতিষ্ঠ করে তুলতো। হাসিনা তার বাবাকে কথিত জাতির জনক বানিয়ে ছাত্রদের মুখস্ত করাতো। আর সেই ছাত্র সমাজই আজ তাকে বিতারিত করে দেশ ছাড়া করেছে। তার বাবার মূর্তি গুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ থেকে স্পষ্ট মানুষের উপর জোর জুলুম করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না।
সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মাদ বদরুদ্দীন, জেলা সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্ল্যা, ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি সৈয়দ নিয়ামুল হাসান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম মুরসিদ, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha